পাবলিক
এখন আবার পাবলিক খুব ধর্মভীরু
ছবি ও সই দেখেই তবে আস্থা গেরো ;
ভাবের ঘরে চুরি করার পাল্লা দিই -
সব ভুলে আজ গান বেঁধেছি | আল্ল্হাদী |
খাচ্ছি -দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি | মস্তি হেবি ,
আর নয় গোর্খাল্যান্ড এবার দার্জিলিং | পাল্টা দাবী |
ঘরের কোণে উদাস মনে ফ্রেম-বন্দী গান্ধী ,
মনিষীদের প্রনাম সেড়ে গান্ধী জমানয় মন দিই |
কাটছি -ছিড়ছি জুড়ে নিছি রংবেরং এর ধাঁধা -
পাবলিক সবই চুষে খাচ্ছে | সব এক খুটিতেই বাঁধা |
ব্যাটের ঘায়ে মূর্ছা যত মুগ্ধবোধ
ইচ্ছামতন স্বপ্ন দেখি -সব শোধবোধ |
সন্ধ্যা হলেই চিয়ার লিডার নেমে আসে রাস্তাতে ;
আমার কথা শুনলে কি আজ পস্তাতে !
কোলবালিশে নালিশ ঠাসা ঘুম আসে না রাতে ;
তবু ও জীবন মুচকি হেসে কাঁধ ছুঁয়েছে হাতে ||
BY SUMAN DAS