এক জীবন বাঁচলাম
ক্রমশ যোগ চিহ্ন ভরে
উঠছে
অভিযোগের খাতা ,
নৈতিকভাবেই বিয়োগপ্রাপ্ত
অভিমানের ব্যর্থতা ।
প্রতি নিয়তই জমে যােচ্ছ
আত্মসংযমের
মহড়া –
দূরে আরও দূরে একাকী
মুখ ফিরিয়ে
গতকালের কবিতারা ।
লাফিয়ে বেড়ে চলা
ছায়ার বয়স -
আর রুমালের ভাঁজে জড়িয়ে
থাকা
যৌবনের
রেশ ।
ঘুণ ধরা পোস্ট কার্ড ,
ভুলে যাওয়া নাম ;
এই সব পেরিয়ে এসেও
এক জীবন বাঁচলাম ।।