Sunday, November 29, 2015

কে রাখবে গোলাপ ?



এই তো কেমন হাত রেখেছ ট্রিগারে
আমিও হয়েছি বেয়ারারকম গা- সওয়া
হৃদয়? না কি বোম বেঁধেছ বুক জুড়ে
প্যারিসে  হঠাৎ সন্ধ্যা হল । রক্তে ধোয়া ।

আমিও পারি বুঝিয়ে দিতে , ধর্মান্ধতার দাম কত !
আমিও পারি মারের বদলা মার দিতে
ধ্বংসের শেষে মৃত্যু শুধু প্রশ্ন করত
কে রাখবে গোলাপ তোমার-আমার সমাধিতে ?

তোমার বুলেট খুঁজছে আস্তানা,
আমার মাথা  মোটেও সস্তা না
শুধু  পুষছি স্বপ্ন হাজার,
সিরিয়াতে শুধুই ফুলের বাজার।

আগামী কাল পৃথিবীতে,গ্রীষ্মে ,শীতে আর বসন্তে
শান্তি নামবে বাগদাদে আর ফুল ফুটবে প্যারিতে ।।