তোকে দিলাম একটা বসন্তের দিন
সকালটা ঠিক তোর্ ই মত রঙ্গীন ।
দুপুরটা আমার মত ই একাকী ,
এখনো কি তুই আমায় খুঁজে ফিরিস নাকি !
বিকেলটা তোর্ মত চঞ্চল ,
মিষ্টি স্মৃতির জবরদখল ;
হওয়াতে ওরা এলোমেলো চুল সব
চারদিকে আজ কুড়িয়ে পাওয়া উত্সব ।
চল আজ দুজনেই সাজি রদ্দুর
সারাদিন ধরে শুধু ছায়াবাজি ,
অনেক খানি পিছিয়ে এসেছি আমি
তুই কি আজও বাকি টা এগোতে রাজি ?
সকালটা ঠিক তোর্ ই মত রঙ্গীন ।
দুপুরটা আমার মত ই একাকী ,
এখনো কি তুই আমায় খুঁজে ফিরিস নাকি !
বিকেলটা তোর্ মত চঞ্চল ,
মিষ্টি স্মৃতির জবরদখল ;
হওয়াতে ওরা এলোমেলো চুল সব
চারদিকে আজ কুড়িয়ে পাওয়া উত্সব ।
চল আজ দুজনেই সাজি রদ্দুর
সারাদিন ধরে শুধু ছায়াবাজি ,
অনেক খানি পিছিয়ে এসেছি আমি
তুই কি আজও বাকি টা এগোতে রাজি ?
No comments:
Post a Comment