Saturday, March 9, 2013


  নীরবতা      
 
মনে মন লেগে দাবানল  হলো -
অযথা  একাকিত্ত্ব আগুন  পোহালো   ;

পেড়িয়ে   এলাম সহস্র উষ্ণ  রজনী ,
তারা গোনা রাত গুলো আর মনে রাখি  নি   |

টুকরো খেয়াল,আলগা অনুভুতি ,
এক লহমায়  ভেসে যায় সব প্রতিশ্রুতি  |


খরচা  একটা জীবন আর কিছুটা জীবনবোধ
শর্ত সাপেক্ষে  মেনে নেওয়া পূর্বজন্মের প্রতিশোধ  |

পাক   খেয়ে  উঠে  যাওয়া  সিঁড়ি
ঘুর  পথে  পৌছানো  ছাদে -

সোজা- সুজি  নেমে আসে নিচে
হালকা গড়িয়ে পড়ে খাদে   |

কোনো মাঝরাতে নিরীহ আঘাতে
ভেঙ্গে  গেছে প্রত্যয়  , ভিজে ভিজে চোখ ;

মুখ বুজে চলে গেছে শব্দরা
নীরবতাই  আজ   একমাত্র  সঙ্গী  হোক   ||

                                                        সুমন দাস

No comments:

Post a Comment