Friday, March 22, 2013

দৈনন্দীন মহাকাব্য


রোজ সকালে আমি দু হাতে ভিড় তাড়াই ,
আর প্রতি রাতে খুচরো  ক্লান্তিতে  পকেট ভরাই ।
কখনো ব্যস্ত শহরে খুঁজে ফিরি জলপরী ,
ঢেউ এর আঘাতে ছিন্নভিন্ন  হই  ।
আমি সৈন্য সাজাই আর সাইরেন বাজাই
প্রতিনিয়ত তীতি বিরক্ত শানিত করি যুধ্হের আয়োজন ,
হয়ত এ মহারণ নিতান্তই অকারণ ।
একে একে ঝরে পড়বে তোমার নামাঙ্কিত সব পাতা ,
আর পখ্হিরাজের ডানা থেকে খসে পড়বে স্মৃতি -মেদুরতা  ।

তোমার মনের মনিকোঠায় তখন বিকেলের পড়ন্ত রোদ ,
আমার ধমনীতে বয়ে চলা ছন্দহীনতার  পারদ ;
ঠিক তক্ষুনি কারফিউ জারি হলো আমার শহরে
তুমি তখনও  দাঁড়িয়ে রাস্তার ওপারে  ।

বরফ কুচোর মত ঝরে পড়ুক  স্বাধীনতা ;
ক্ষুদার্থর  মতো আমি কুড়িয়ে নেব তা ।
নতজানু হয়ে দেখি ইতিহাস বয়ে যায়;
বৃথা দিন কাটাই মহাকাব্যের রচনায় ।।

No comments:

Post a Comment