আমার বিকেলগুলো খেলে মাঠে মাখে ধুলো
সন্ধ্যের অবকাশে ধীরে ধীরে ঘরে আসে ফিরে ।
আমার সন্ধ্যেগুলো এলোমেলো
হঠাৎ তোমার গন্ধ পেলো একলা ছাতে ;
আমি জেগেই কাটাই রাত্রিগুলো
একলা তারার সোহাগ পেতে ;
ভোরগুলো হয় ভীষণ রকম
জবরদখল চায়ের ভাঁড়ে
সকাল বেলা ঘুমাই আমি
সবাই যখন বেদম ছোটে এ সংসারে
সারাদিনই ব্যস্ত আমি,
তোমায় নিয়ে কখন ভাবি , ভাবছি তাই;
শান্ত হলে এ পাগলামি
তোমাকে আমি আমার করে পেতে চাই ।।
সন্ধ্যের অবকাশে ধীরে ধীরে ঘরে আসে ফিরে ।
আমার সন্ধ্যেগুলো এলোমেলো
হঠাৎ তোমার গন্ধ পেলো একলা ছাতে ;
আমি জেগেই কাটাই রাত্রিগুলো
একলা তারার সোহাগ পেতে ;
ভোরগুলো হয় ভীষণ রকম
জবরদখল চায়ের ভাঁড়ে
সকাল বেলা ঘুমাই আমি
সবাই যখন বেদম ছোটে এ সংসারে
সারাদিনই ব্যস্ত আমি,
তোমায় নিয়ে কখন ভাবি , ভাবছি তাই;
শান্ত হলে এ পাগলামি
তোমাকে আমি আমার করে পেতে চাই ।।