Wednesday, April 8, 2020

তোমাকে আমি আমার করে পেতে চাই

আমার বিকেলগুলো খেলে মাঠে মাখে ধুলো
সন্ধ্যের অবকাশে ধীরে ধীরে ঘরে আসে ফিরে ।


আমার সন্ধ্যেগুলো এলোমেলো
হঠাৎ তোমার গন্ধ পেলো একলা ছাতে ;
আমি জেগেই কাটাই রাত্রিগুলো
একলা তারার সোহাগ পেতে ;

ভোরগুলো হয় ভীষণ রকম
জবরদখল চায়ের ভাঁড়ে
সকাল বেলা ঘুমাই আমি
সবাই যখন বেদম ছোটে এ সংসারে


সারাদিনই ব্যস্ত আমি,
তোমায় নিয়ে কখন ভাবি , ভাবছি তাই;
শান্ত হলে এ পাগলামি
তোমাকে আমি আমার করে পেতে চাই ।।



Thursday, April 2, 2020

নেভা নেভা ছায়াপথ ধরে

বিকেল যখন সন্ধ্যে নামায় , সন্ধ্যা ঘনায় রাত্রি
চুপি চুপি ছায়াদের বয়স বাড়ে
এমন সময় নেভা নেভা ছায়াপথ ধরে
তুমি নেমে আস আমার শহরে
করে রাত্রিগুলো এলোমেলো ,সাদা কালো অথবা ধূসরে
কাছে ডাকছে , ভালোবাসছে , আবার মিশে যাচ্ছে আধাঁরে ।

তবুও তোমার আসা চাই, আমার ভালোবাসা চাই,
বাসতে বাসতে ভালো নগর পোড়ালো
সময় ও এখন দারুন ক্লান্ত

হাতে আছে মায়াজাল ,খরচ পড়ন্ত বিকেল
আমি এখনো আমার আস্তানায়
এ কথা তুমি ছাড়া আর কেই বা জানত !

তুমি মায়াবীনী , তুমি কুহকিনী ,
তুমি ডাকিনী যোগীনী যেই হও
তুমি অস্থির, তুমি নষ্ট
তুমি আর সবার মোতো নও ।।

আঙুলের মাঝে পেন্সিল
আর একবুক চাপা কান্না
তোমাকে পাঠাচ্ছি এপিটাফ
শুধু ঠিকানা জানতে চাই না !!

Wednesday, April 1, 2020

সব মান অভিমান শেষ হয়ে একদিন

সব মান অভিমান শেষ হয়ে একদিন
আমার এই গান তোমায় ছোঁবে
অসংখ মানুষের ভিড়ে তুমি মিশে যাও
তবুও তোমায় ঠিক খুঁজে নেবে ।



জানলার কাঁচে লেগে থাকা টিপে ,
ছাদের দড়িতে লেগে থাকা ক্লিপে
অথবা পুরোনো ডাইরির হলদে পাতাতে
তুমি আষ্টে পৃষ্ঠে লেগে আছো আমাতে



আজও সন্ধ্যের কোনে দেখা আলোর ছোঁয়াচে
সেই প্রথম প্রেমের অনুভূতির আঁচে
আমি আটকে পড়েছি তোমার মায়ায়
কারুর সাধ্য কি আছে তোমায় ভোলায় !



আজ বন্দিনী তুমি নিজের জগৎে
তুমিই প্রলেপ আমার হৃদযের ক্ষততে
তুমি আজ রয়ে গেছো আমার মগজে
এলবামে ,ফটোতে স্মৃতিতে
                      তুমি শুধু জলজ্যান্ত না যে ।।