Thursday, April 2, 2020

নেভা নেভা ছায়াপথ ধরে

বিকেল যখন সন্ধ্যে নামায় , সন্ধ্যা ঘনায় রাত্রি
চুপি চুপি ছায়াদের বয়স বাড়ে
এমন সময় নেভা নেভা ছায়াপথ ধরে
তুমি নেমে আস আমার শহরে
করে রাত্রিগুলো এলোমেলো ,সাদা কালো অথবা ধূসরে
কাছে ডাকছে , ভালোবাসছে , আবার মিশে যাচ্ছে আধাঁরে ।

তবুও তোমার আসা চাই, আমার ভালোবাসা চাই,
বাসতে বাসতে ভালো নগর পোড়ালো
সময় ও এখন দারুন ক্লান্ত

হাতে আছে মায়াজাল ,খরচ পড়ন্ত বিকেল
আমি এখনো আমার আস্তানায়
এ কথা তুমি ছাড়া আর কেই বা জানত !

তুমি মায়াবীনী , তুমি কুহকিনী ,
তুমি ডাকিনী যোগীনী যেই হও
তুমি অস্থির, তুমি নষ্ট
তুমি আর সবার মোতো নও ।।

আঙুলের মাঝে পেন্সিল
আর একবুক চাপা কান্না
তোমাকে পাঠাচ্ছি এপিটাফ
শুধু ঠিকানা জানতে চাই না !!

No comments:

Post a Comment