সব মান অভিমান শেষ হয়ে একদিন
আমার এই গান তোমায় ছোঁবে
অসংখ মানুষের ভিড়ে তুমি মিশে যাও
তবুও তোমায় ঠিক খুঁজে নেবে ।
জানলার কাঁচে লেগে থাকা টিপে ,
ছাদের দড়িতে লেগে থাকা ক্লিপে
অথবা পুরোনো ডাইরির হলদে পাতাতে
তুমি আষ্টে পৃষ্ঠে লেগে আছো আমাতে
আজও সন্ধ্যের কোনে দেখা আলোর ছোঁয়াচে
সেই প্রথম প্রেমের অনুভূতির আঁচে
আমি আটকে পড়েছি তোমার মায়ায়
কারুর সাধ্য কি আছে তোমায় ভোলায় !
আজ বন্দিনী তুমি নিজের জগৎে
তুমিই প্রলেপ আমার হৃদযের ক্ষততে
তুমি আজ রয়ে গেছো আমার মগজে
এলবামে ,ফটোতে স্মৃতিতে
                      তুমি শুধু জলজ্যান্ত না যে ।।
আমার এই গান তোমায় ছোঁবে
অসংখ মানুষের ভিড়ে তুমি মিশে যাও
তবুও তোমায় ঠিক খুঁজে নেবে ।
জানলার কাঁচে লেগে থাকা টিপে ,
ছাদের দড়িতে লেগে থাকা ক্লিপে
অথবা পুরোনো ডাইরির হলদে পাতাতে
তুমি আষ্টে পৃষ্ঠে লেগে আছো আমাতে
আজও সন্ধ্যের কোনে দেখা আলোর ছোঁয়াচে
সেই প্রথম প্রেমের অনুভূতির আঁচে
আমি আটকে পড়েছি তোমার মায়ায়
কারুর সাধ্য কি আছে তোমায় ভোলায় !
আজ বন্দিনী তুমি নিজের জগৎে
তুমিই প্রলেপ আমার হৃদযের ক্ষততে
তুমি আজ রয়ে গেছো আমার মগজে
এলবামে ,ফটোতে স্মৃতিতে
                      তুমি শুধু জলজ্যান্ত না যে ।।
No comments:
Post a Comment