Thursday, December 26, 2013
Thursday, December 12, 2013
Sunday, July 21, 2013
এক জীবন বাঁচলাম
এক জীবন বাঁচলাম
ক্রমশ যোগ চিহ্ন ভরে
উঠছে
অভিযোগের খাতা ,
নৈতিকভাবেই বিয়োগপ্রাপ্ত
অভিমানের ব্যর্থতা ।
প্রতি নিয়তই জমে যােচ্ছ
আত্মসংযমের
মহড়া –
দূরে আরও দূরে একাকী
মুখ ফিরিয়ে
গতকালের কবিতারা ।
লাফিয়ে বেড়ে চলা
ছায়ার বয়স -
আর রুমালের ভাঁজে জড়িয়ে
থাকা
যৌবনের
রেশ ।
ঘুণ ধরা পোস্ট কার্ড ,
ভুলে যাওয়া নাম ;
এই সব পেরিয়ে এসেও
এক জীবন বাঁচলাম ।।
Thursday, June 6, 2013
তুই কি আজও রাজি?
তোকে দিলাম একটা বসন্তের দিন
সকালটা ঠিক তোর্ ই মত রঙ্গীন ।
দুপুরটা আমার মত ই একাকী ,
এখনো কি তুই আমায় খুঁজে ফিরিস নাকি !
বিকেলটা তোর্ মত চঞ্চল ,
মিষ্টি স্মৃতির জবরদখল ;
হওয়াতে ওরা এলোমেলো চুল সব
চারদিকে আজ কুড়িয়ে পাওয়া উত্সব ।
চল আজ দুজনেই সাজি রদ্দুর
সারাদিন ধরে শুধু ছায়াবাজি ,
অনেক খানি পিছিয়ে এসেছি আমি
তুই কি আজও বাকি টা এগোতে রাজি ?
সকালটা ঠিক তোর্ ই মত রঙ্গীন ।
দুপুরটা আমার মত ই একাকী ,
এখনো কি তুই আমায় খুঁজে ফিরিস নাকি !
বিকেলটা তোর্ মত চঞ্চল ,
মিষ্টি স্মৃতির জবরদখল ;
হওয়াতে ওরা এলোমেলো চুল সব
চারদিকে আজ কুড়িয়ে পাওয়া উত্সব ।
চল আজ দুজনেই সাজি রদ্দুর
সারাদিন ধরে শুধু ছায়াবাজি ,
অনেক খানি পিছিয়ে এসেছি আমি
তুই কি আজও বাকি টা এগোতে রাজি ?
Sunday, May 5, 2013
পাবলিক
পাবলিক
এখন আবার পাবলিক খুব ধর্মভীরু
ছবি ও সই দেখেই তবে আস্থা গেরো ;
ভাবের ঘরে চুরি করার পাল্লা দিই -
সব ভুলে আজ গান বেঁধেছি | আল্ল্হাদী |
খাচ্ছি -দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি | মস্তি হেবি ,
আর নয় গোর্খাল্যান্ড এবার দার্জিলিং | পাল্টা দাবী |
ঘরের কোণে উদাস মনে ফ্রেম-বন্দী গান্ধী ,
মনিষীদের প্রনাম সেড়ে গান্ধী জমানয় মন দিই |
কাটছি -ছিড়ছি জুড়ে নিছি রংবেরং এর ধাঁধা -
পাবলিক সবই চুষে খাচ্ছে | সব এক খুটিতেই বাঁধা |
ব্যাটের ঘায়ে মূর্ছা যত মুগ্ধবোধ
ইচ্ছামতন স্বপ্ন দেখি -সব শোধবোধ |
সন্ধ্যা হলেই চিয়ার লিডার নেমে আসে রাস্তাতে ;
আমার কথা শুনলে কি আজ পস্তাতে !
কোলবালিশে নালিশ ঠাসা ঘুম আসে না রাতে ;
তবু ও জীবন মুচকি হেসে কাঁধ ছুঁয়েছে হাতে ||
BY SUMAN DAS
Saturday, April 27, 2013
Friday, March 22, 2013
দৈনন্দীন মহাকাব্য
রোজ সকালে আমি দু হাতে ভিড় তাড়াই ,
আর প্রতি রাতে খুচরো ক্লান্তিতে পকেট ভরাই ।
কখনো ব্যস্ত শহরে খুঁজে ফিরি জলপরী ,
ঢেউ এর আঘাতে ছিন্নভিন্ন হই ।
আমি সৈন্য সাজাই আর সাইরেন বাজাই
প্রতিনিয়ত তীতি বিরক্ত শানিত করি যুধ্হের আয়োজন ,
হয়ত এ মহারণ নিতান্তই অকারণ ।
একে একে ঝরে পড়বে তোমার নামাঙ্কিত সব পাতা ,
আর পখ্হিরাজের ডানা থেকে খসে পড়বে স্মৃতি -মেদুরতা ।
তোমার মনের মনিকোঠায় তখন বিকেলের পড়ন্ত রোদ ,
আমার ধমনীতে বয়ে চলা ছন্দহীনতার পারদ ;
ঠিক তক্ষুনি কারফিউ জারি হলো আমার শহরে
তুমি তখনও দাঁড়িয়ে রাস্তার ওপারে ।
বরফ কুচোর মত ঝরে পড়ুক স্বাধীনতা ;
ক্ষুদার্থর মতো আমি কুড়িয়ে নেব তা ।
নতজানু হয়ে দেখি ইতিহাস বয়ে যায়;
বৃথা দিন কাটাই মহাকাব্যের রচনায় ।।
Saturday, March 9, 2013
নীরবতা
মনে মন লেগে দাবানল হলো -
অযথা একাকিত্ত্ব আগুন পোহালো ;
পেড়িয়ে এলাম সহস্র উষ্ণ রজনী ,
তারা গোনা রাত গুলো আর মনে রাখি নি |
টুকরো খেয়াল,আলগা অনুভুতি ,
এক লহমায় ভেসে যায় সব প্রতিশ্রুতি |
খরচা একটা জীবন আর কিছুটা জীবনবোধ
শর্ত সাপেক্ষে মেনে নেওয়া পূর্বজন্মের প্রতিশোধ |
পাক খেয়ে উঠে যাওয়া সিঁড়ি
ঘুর পথে পৌছানো ছাদে -
সোজা- সুজি নেমে আসে নিচে
হালকা গড়িয়ে পড়ে খাদে |
কোনো মাঝরাতে নিরীহ আঘাতে
ভেঙ্গে গেছে প্রত্যয় , ভিজে ভিজে চোখ ;
মুখ বুজে চলে গেছে শব্দরা
নীরবতাই আজ একমাত্র সঙ্গী হোক ||
সুমন দাস
Wednesday, February 6, 2013
Subscribe to:
Posts (Atom)